আসন সমঝোতায় শেষ পর্যন্ত কপাল পুড়ল রুমিন ফারহানার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রায় সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভিন্ন পথে হাঁটল বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তারা নিজস্ব কোনো প্রার্থী দিচ্ছে না।
বিএনপির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দীর্ঘদিন ধরে তিনি এই আসন থেকে নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। বিএনপির ২৭২টি আসনের প্রার্থী তালিকায় এই আসনটি ফাঁকা থাকায় ধারণা করা হয়েছিল শেষ পর্যন্ত রুমিন ফারহানাই মনোনয়ন পাবেন। কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণে তাঁর হিসাব আর মিলল না।
সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে তারা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসনটি মূলত আন্দোলনের শরিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম’কে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই আসনে তাদের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় মনোনয়ন না মিললেও নির্বাচনী লড়াই থেকে পিছিয়ে যাচ্ছেন না রুমিন ফারহানা। আগে থেকেই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ব্যাপারে তিনি অনড় অবস্থান জানিয়েছিলেন। সম্প্রতি এক সভায় তিনি স্পষ্ট করে বলেন, 'আমি যা বলি, আমি তা-ই করি। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।'
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

