Bd বাংলাদেশ

আটক যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের উপর বিএনপি নেতার হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে। শনিবার শরীয়তপুরের সখিপুরে আটক নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হাজির হন স্থানীয় বিএনপি নেতা। এসময় তিনি ওই যুবলীগ নেতাকে ছাড়াতে ওসির সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে । এতে তিন সাংবাদিক আহত হয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন, দৈনিক নয়া-দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার, কালবেলা’র ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহিন আহমেদ ও এশিয়ান টেলিভিশনের রুহুল আমীন জুয়েল। ঘটনাটি শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর থানায় ঘটেছে।

আহত অপর সাংবাদিক রুহুল আমীন জুয়েল বলেন,”আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কিন্তু ছবি তুলতেই আমাদের ওপর হামলা চালানো হয়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং কিল-ঘুষি মারা হয়। এতে আমি গুরুতর আহত হই। থানার ভেতরে নিরাপত্তা না থাকলে আমরা কোথায় নিরাপদ থাকব?।

জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। আওয়ামী লীগের দোসরদের পক্ষে বিএনপির কেউ থানায় গিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি নিন্দা জানাই। আমি খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবো।

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ছাড়াতে এসেছিলেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম। আমি তাকে বলেছি তথ্য যাচাই-বাছাই ছাড়া ছাড়তে পারবো না। এসময় তিন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। এটা নিয়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা করেছে। এটা দুঃখ খজনক ঘটনা। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিবো।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। পাশাপাশি কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন নেতারা।

 

বার্তাবাজার/এমএমইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button