তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: হাত হারানো আলোচিত জুলাইযোদ্ধা আতিক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জুলাই ‘২৪-এর গণ অভ্যুত্থানে হাত হারিয়ে আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হওয়া তরুণ আরজে আতিকুল গাজী এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়েছেন। দলের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বক্তব্যকে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ এনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় আতিকুল গাজী আনুষ্ঠানিকভাবে এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্নের এই ঘোষণা দেন।
জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ও অবস্থানের তীব্র সমালোচনা করে আতিকুল গাজী বলেন, “দলটি সত্যকে আড়াল করে ঘুরিয়ে-পেঁচিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠার চেষ্টা করছে। বাউল সরকার মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। অথচ এনসিপি সেটিকে মতপ্রকাশের স্বাধীনতা বলে দাবি করছে। মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, কিন্তু তাই বলে আল্লাহ ও তাঁর রাসূলকে (সা.) নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে এমন অবস্থান মেনে নেওয়া অসম্ভব উল্লেখ করে তিনি বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সকল কার্যক্রম বয়কট করলাম।”
একইসঙ্গে তিনি আরও বলেন, “যতদিন না জাতীয় নাগরিক পার্টি তাদের এই ভুল অবস্থান থেকে সরে আসবে এবং তওবা করে সঠিক পথে ফিরে আসবে, ততদিন পর্যন্ত দলটির সঙ্গে এই বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।”
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

