Bd বাংলাদেশ

নোয়াখালীতে কুরআন তালিম প্রোগ্রামে যুবদলের হামলা, অসংখ্য  শিবির নেতা-কর্মী আহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর নেওয়াজপুরে কাশেম বাজারে ইসলামী ছাত্রশিবিরের কুরআন তালিম প্রোগ্রামে হামলার ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ওই এলাকায় শুক্রবার ছাত্রশিবিরের আয়োজন করা কুরআন শিক্ষার কর্মসূচিতে বাধা সৃষ্টি করে জাতীয়তাবাদী যুবদলের নেতা ফারুক ও তার অনুসারীরা। হামলার সময় বেশ কয়েকজন ছাত্রশিবিরের নেতা-কর্মী আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা কুরআন তালিমরত নেতাকর্মীদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত করেছে। হামলাকারীরা তাদের উদ্দেশ্য অকথ্য ভাষায় গালিগালাজও করে।

গতকালও একই ধরনের হামলার ঘটনা ঘটায় যুবদল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা থানায় জিডি করেছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, হামলার মাধ্যমে ইসলামী শিক্ষার ওপর বাধা সৃষ্টি করা হয়েছে এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এদিকে, হামলার প্রতিবাদে ছাত্রশিবির আজ বিকেলে একই জায়গায় পুনরায় কুরআন তালিমের কর্মসূচী আয়োজন করলে আরো রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: azadirdak.com

Leave a Reply

Back to top button