প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযান, গ্রেফতার আতঙ্কে প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় চলছে বিরামহীন অবৈধ অভিবাসী দমন অভিযান। রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে চলা অভিযানে গ্রেফতার হচ্ছেন শতশত অভিবাসী। চলমান এ অভিযানে নথিবিহীন প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়েছে গ্রেফতার আতঙ্ক। অভিযান, আর জেলের ঘানির চিন্তায় যেন তটস্থ করে তুলছে নথিবিহীন অভিবাসীদের।

দেশটির ইমিগ্রেশন বিভাগের দৃঢ় সিদ্ধান্ত, কোনোভাবেই অবৈধ প্রবাসীদের থাকতে দেওয়া হবে না। বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের বিষয়ে তথ্য এবং জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে মালয়েশিয়ার বিভিন্ন হটস্পটগুলো ছাড়াও নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন জায়গায়, অপারেসি সাপু, অপারেসি সেলেরা, অপারেসি পিন্টু, অপারেসি মাহির এবং অপারেসি পিকআপের মতো বিভিন্ন নামে অভিযান চালিয়ে প্রতিদিন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকদের গ্রেফতার করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর, হুলু তেরেঙ্গানু জেলায় ৬টি নির্মাণ স্থানে, সুইপ অ্যান্ড গ্যাদার নামে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া ৭ ঘণ্টার অভিযানে ২৪ থেকে ৫৪ বছর বয়সী মোট ৩৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক, মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর বলেছেন, ৩৪ জন বিদেশির মধ্যে ১৪ জনকে অবৈধভাবে দেশে প্রবেশ সহ বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং মায়ানমার ও পাকিস্তানের একজন করে নাগরিক। গ্রেফতারকৃত অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে আজিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এর আগে ২২ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করা হয়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button