Bd বাংলাদেশ

ভোট চাওয়ায় জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার–প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়াবহ হামলার শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত জামায়াতের ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে জামায়াতের কর্মী মাহবুব আলম জানান, আজু সকাল ৭টার দিকে তারা টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে কোদাল এবং লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তাদের ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে। তবে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদেরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dhakamail.com

Leave a Reply

Back to top button