Bd বাংলাদেশ

ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবে তারেক রহমান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে এবং এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, ধানের শীষে ভোট দিবেন। এ বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি ভবদহ এলাকায় নির্বাচনি পথসভায় রশীদ আহমাদ বলেন, ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। একইভাবে তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকরা নিজ নিজ আদর্শে রাজনীতি করলেও ভোটের ক্ষেত্রে এবার ধানের শীষে ভোট দেওয়া উচিত।

রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপির শরিক দল থেকে মনোনয়ন পাওয়ার পর তিনি দলটি থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হন এবং এখন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।

এদিকে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইঙ্গিতপূর্ণ বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। অনেকেই এটিকে রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বলছেন এবং আওয়ামী লীগের ভোটব্যাংক টানার চেষ্টা হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে রশীদ আহমাদ বলেন, তার বক্তব্যটি ছিল **নিরপরাধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে**। তিনি দাবি করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, উদাহরণ হিসেবেই তিনি এমন কথা বলেছেন। প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button