‘র’-এর সঙ্গে গোপন বৈঠকে বিএনপি নেতারা! ফাঁস হলো ছবি ভিডিও

Indian Intelligence Connection with Bangladesh Nationalist Party-(BNP) কয়েকটি OSINT প্ল্যাটফর্মের মাধ্যমে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দুজন নেতা, আমীর খসরু মাহমুদ এবং আব্দুল আউয়াল মিন্টুর সাথে ভারতীয় বৈদশিক গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং’-র এর সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে OSINT প্ল্যাটফর্মটি থেকে একটি ভিডিও এটাচ করা হয়েছে, যেখানে আমীর খসরু মাহমুদ ও আব্দুল আউয়াল মিন্টুর সাথে র এর অপারেটিভের মিটিং করার ছবি লক্ষ্যণীয় হয়।
জানা যায়, আমীর খসরু মাহমুদ সর্বপ্রথম ২০১৮ সালের জুনে, এরপর ২০২১ সালের এপ্রিলে এবং সর্বশেষ ২০২৩ সালের ২৮ অক্টোবরের পূর্বে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেন। অন্যদিকে আব্দুল আউয়াল মিন্টু ২০১৮ সালের জুনে কেবলমাত্র একবারই নয়াদিল্লি সফর করেন। প্রতিবারই তারা নির্দিষ্ট একজন ব্যক্তির সাথে মিটিং করেন। ঐ ব্যক্তির নাম কর্নেল গৌরব দোগরা; যিনি RAW এর একজন অপারেটিভ। তাদের প্রতিটি সাক্ষাৎ হত নয়াদিল্লির Oberoi নামক একটি হোটেলে। হোটেলটি থেকে লোদি রোডে অবস্থিত RAW এর হেডকোয়ার্টার যথেষ্ট নিকটবর্তী।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে বা কারা RAW এর অফিসারের সাথে বিএনপি নেতার মিটিংয়ের ছবি ফাস করবে? RAW এর হেডকোয়ার্টারের পাশে এসে থার্ড পার্টির ইনফিল্ট্রেট করার সম্ভাবনা খুবই কম। তবে যথেষ্ট সম্ভাবনা রয়েছে র নিজেই এই কাজ করেছে, বিএনপিকে নেগোসিয়েশনের টেবিলে আনতে। কে জানে, যদি বিএনপি চুক্তিবদ্ধ না হয় তাহলে আরো কত নেতার ছবি ভিডিও ফাস হতে থাকবে.?!
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমীর খসরু মাহমুদ চট্টগ্রাম-১১ এবং আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসন থেকে নির্বাচন করছেন।
বি.দ্র: পোস্টে সংযোজিত প্রতিটি ছবির’ই মেটা ডাটা চেক করা হয়েছে। ছবিগুলি শতভাগ সত্য।
