ভারতকে নতুন কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় নাম উল্লেখ না ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বাহাওয়ালপুর সেনাঘাঁটিতে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে আসিম মুনির বলেন, ‘‘পাকিস্তান সশস্ত্র বাহিনী সব হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সর্বোত্তম প্রস্তুতি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে।”
ভবিষ্যতের যুদ্ধ পুরোপুরি প্রযুক্তনির্ভর হতে চলেছে জানিয়ে আসিম মুনির বলেন, ‘‘আগামী দিনে প্রযুক্তিগত কৌশলগুলো শারীরিক সক্ষমতাকে প্রতিস্থাপন করবে এবং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। তাই পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুতগতিতে প্রযুক্তি গ্রহণ এবং আত্মস্থ করছে। এই প্রক্রিয়ায় উদ্ভাবন, স্বদেশীকরণ এবং অভিযোজনের মৌলিক প্রক্রিয়া চলতে থাকবে।’’
গত ডিসেম্বরে পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান থেকে মুনিরের পদোন্নতি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার তাকে সেনা সর্বাধিনায়ক (তিন বাহিনীর প্রধান) পদে উন্নীত করেছে। মুনিরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশ্যেই এই পদটি তৈরি করা হয়েছে। কারণ, পাকিস্তান সংবিধানে সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধানের মাথার ওপর কোনও পদের অস্তিত্ব এত দিন ছিল না। ফিল্ড মার্শাল মুনিরের জন্য পাকিস্তান পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে বিশেষভাবে পদটি তৈরি করা হয়।
পাকিস্তান সেনা সর্বাধিনায়ক হিসেবে প্রথম বক্তৃতাতেই ভারতকে নিশানা করে তিনি বলেছিলেন, “ওদের কোনও ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না। কারণ, এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও কঠোর।’’ সূত্র: ডন নিউজ, ডেকান ক্রনিকল
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

