Bd বাংলাদেশ

ফ্যামিলি কার্ড নিয়ে ব্যাংকে গেলেই ঋণও দিবেঃ বিএনপি নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ নিতে পারবেন সাধারণ মানুষ। ব্যাংকে গিয়ে কার্ড দেখালেই সাথে সাথে চাহিদামত অর্থঋণ পাওয়া যাবে। এক্ষেত্রে কোনো আরএস খতিয়া, এসএ খতিয়ান কিংবা জমির খাজনা দেওয়ারও প্রয়োজন নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এক বিএনপি নেতাকে এমনটিই বলতে শোনা গেছে। তবে ভিডিওটি কোন এলাকার এবং এতে কারা রয়েছেন তা যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে। তোমার আরএস খতিয়ানও চাবে না, এসএ খতিয়ানও চাবে না, জমির খাজনাও চাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো ১৫ হাজার টাকা লাগবে, ১৫ হাজার দিল। না হলে ২০ হাজার লাগবে, ২০ হাজার দিল। ওই ইন্সপেক্টর(কে) আবার তোমার থেকে ১৫ হাজারে শতকরা ১০০ টাকা বা ২০০ টাকা ঘুষ দেওয়া লাগবে, ওটা জানা পারলে লাত্থি দিয়া পাছার তল থেকে চেয়ারও কাড়িয়া লওয়া হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button