Bd বাংলাদেশ
বিএনপি ক্ষমতায় এলে বোরকা-নিকাব পরে নারীরা কলেজ ভার্সিটিতে যেতে পারবে? চাকরি করতে পারবে?

জামায়াতকে সবচে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় জামায়াত ক্ষমতায় আসলে নারীরা তার পছন্দের পোশাক পরে বের হতে পারবে কি না?
অথচ চোখের সামনে দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিভাবে হিজাব,নিকাবকে একের পর এক কটূক্তি করে যাচ্ছে,নারীদেরকে শারীরিক হেনস্থা করছে,
কত নারী বিধবা হলো, কত মা ছেলে হারালো বিএনপির মারামারিতে।
কোনো মিডিয়াকে কখনো প্রশ্ন করতে শোনা যাবে না বিএনপি ক্ষমতায় আসলে বোরকা-নিকাব পরে নারীরা কলেজ ভার্সিটিতে যেতে পারবে কি না,চাকরি করতে পারবে কি না?
নারীরা ঘর থেকে বের হলে নিরাপদে ফিরতে পারবে কি না আমি তো এই আশঙ্কা করছি।

