Bd বাংলাদেশ
একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এ জন্য উদ্বেগের কিছু দেখি না, নির্দিষ্ট গোষ্ঠী অতিরঞ্জিত কান্নাকাটি করছেঃ মাবরুরুল হক

বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন শান্তিপূর্ণ সহাবস্থান আগে কখনো দেখা যায়নি। আজ একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এ জন্য অতিরিক্ত উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন ঘিরে এমন ঘটনা কিছু না কিছু ঘটেই থাকে; এটিই বাস্তবতা।
তবে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে, যাতে এ ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে সরকারকেও আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে।
নির্বাচনের সময় সংঘর্ষ বা উত্তেজনাপূর্ণ ঘটনার আশঙ্কা দেখিয়ে অযথা আতঙ্ক ছড়ানোরও কোনো কারণ নেই। ইতিহাস বলছে, নির্বাচন মানেই কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবে, কিন্তু সেগুলোই পুরো পরিস্থিতির চিত্র নয়।
তবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অতিরঞ্জিত কান্নাকাটি ও হাহাকার দেখার অপেক্ষায় রইলাম।

