ফের জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অন্তত ১০

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনি গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারী কর্মীসহ অন্তত ৮–১০ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার সমর্থনে আয়োজিত এক নারী সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে সমাবেশে হামলা চালায় একটি গোষ্ঠী।
হামলার খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা তার উপরেও চড়াও হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে জামায়াত কর্মী মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ ও মুফতী মাহবুব আব্বাসীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনি কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

