নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগাম প্রস্তুতি গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ নির্বাচনের চার থেকে পাঁচ দিনের মধ্যেই হতে পারে নতুন সরকারের শপথ। একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব বুঝিয়ে দিতে চায় প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক্ষেত্রে রোজার আগে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বঙ্গভবনকেও প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে।
বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্যদের শপথ ও নতুন সরকারের শপথসহ দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক বৈঠক করেছে। শপথের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে সংসদ সচিবালয় ও গণভবন পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

