Bd বাংলাদেশ

মাইলস্টোনে নয়, বিমান পড়া দরকার ছিলো সচিবালয়ে: সড়ক উপদেষ্টা ফাওজুল কবির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেটি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, সচিবালয়ের প্রতি মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে। শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের ওপরই জনগণ ক্ষুব্ধ। তিনি বলেন, আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসে আছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না। সচিবদের মধ্যে মানবিক দায়িত্ববোধের ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সরকারি অফিসে যাওয়া-আসা, গাড়ি ব্যবহার- এসব থাকলেও জনগণের দৈনন্দিন সমস্যা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

আমলাতন্ত্রকে দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি সড়কসংক্রান্ত নীতিমালা (স্ক্যাপ নীতিমালা) বাস্তবায়নে বহুবার উদ্যোগ নিয়েছেন। ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে বিষয়গুলো ব্যাখ্যা করলেও তা বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি। তার মতে, পরিবর্তনের অনীহা এবং সুযোগ সুবিধা ও দুর্নীতির সুযোগ ধরে রাখার প্রবণতা এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সংশ্লিষ্টদের উদাসীনতার কথাও তুলে ধরেন তিনি।

দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমরা উট পাখির মতো বালিতে মাথা গুঁজে আছি। মনে করছি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।"

তিনি আরও বলেন, "সুতরাং আমাদের সামনে দুটি পথ- হয় আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, না হলে প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি আশা করি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করব।"

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী। নিহতদের মধ্যে ছিলেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button