Bd বাংলাদেশ

হাসনাতের পাশে থাকার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ভোটের কাজ করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাওলানা মজিবুর রহমান এ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, জোটের ভেতর ঐক্য ও রাজনৈতিক সংহতি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এখন থেকে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে। এ সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত বিষয় নেই বলেও তিনি স্পষ্ট করেন।

আরও পড়ুন: কোনো প্রবাসী দিয়ে এই দেশ শাসন করতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

মাওলানা মজিবুর রহমান আরও বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। জোটবদ্ধ প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আসন্ন নির্বাচনে জোটের প্রার্থীর জয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এর আগের দিন রবিবার দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজিত হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button