Bd বাংলাদেশ

বাংলাদেশীদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদের বিশেষ বার্তা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ-পূর্ব এশিয়ার কিংবদন্তি নেতা, আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং মুসলিম বিশ্বের শতবর্ষী এক চিরজাগরুক কণ্ঠস্বর ডা. মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন।

দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধির এক প্রশ্নের জবাবে বলেছেন— “বাংলাদেশিরা মালয়েশিয়া থেকে কাজের অভিজ্ঞতা ও শৃঙ্খলার শিক্ষা নিয়ে দেশে ফিরে দেশের উন্নয়নে অংশ নিক।”

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে, জাতির এই প্রবীণ নেতা এক বিশেষ মুহূর্তে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ প্রসঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য পরামর্শের উদ্দেশ্যে আরিফুল ইসলাম জানতে চেয়ে বলেছিলেন, “তুন, আপনি জানেন মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। তাদের জন্য আপনার পরামর্শ কী?”

প্রশ্নটি শুনে মাহাথির মুহূর্তের জন্য নীরব থাকেন। তারপর তাঁর চিরচেনা কণ্ঠে বললেন, “তারা মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সবচেয়ে বড় ভূমিকা হবে, তারা যদি এখানে অর্জিত অভিজ্ঞতা নিজের দেশের উন্নয়নে কাজে লাগায়। একদিন বাংলাদেশও উন্নত ও শৃঙ্খলিত দেশ হবে— যদি তরুণ প্রজন্ম শেখে কিভাবে কাজ করতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়।”

উল্লেখ্য যে, আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ডা: মাহাথির মোহাম্মদ বিগত কয়েক দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সফল রোল মডেল হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বেই একটি কৃষিনির্ভর ও ঔপনিবেশিক মানসিকতায় থাকা দেশ থেকে মালয়েশিয়া আজ শিল্প, প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বিশ্বাস করেন, বিদেশে কর্মরত শ্রমিকরা শুধু অর্থ পাঠিয়েই নয়, জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে নিজ দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাঁর ভাষায়, “দেশের উন্নতি কখনও বাইরের সাহায্যে আসে না, আসে মানুষের চিন্তা, কাজ ও দায়িত্ববোধ থেকে।”

মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ১৫ লাখ বাংলাদেশিদের ঘাম ও শ্রম যেমন মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে, তেমনি তাঁদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের এক সম্ভাবনাময় দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। তাঁর এই বার্তা বহিঃবিশ্বে কর্মরত প্রায় কোটি বাংলাদেশি শ্রমিকদের জন্য গভীর এক অনুপ্রেরণার বার্তা হিসেবে দেখছে সকলেই।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button