Bd বাংলাদেশ

সেনা অভিযানে গ্রেপ্তার হাসনাত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p></p>

<p>কক্সবাজার শহরের অপরাধ জগতের অন্যতম আতঙ্ক কুখ্যাত কিশোর গ্যাং প্রধান আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) ভোররাতে শহরের উপকণ্ঠে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।</p>

<p>আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্যাং প্রধান কিশোর অপরাধী চক্র পরিচালনা করে আসছিল। চুরি, ছিনতাই, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল।</p>

<p>ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাকে কঠোর নিরাপত্তার মধ্যে সেনা সদস্যদের হেফাজতে নিয়ে যাওয়া হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।</p>

<p>স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই গ্যাংয়ের দৌরাত্ম্যে তারা অতিষ্ঠ ছিলেন। প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পেত না। সেনাবাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে বলে মন্তব্য করেন তারা।</p>

<p>সেনাবাহিনী সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।</p>

<p>এদিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে—এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।</p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button