বাংলাদেশকে জঙ্গি দেশ তৈরি করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে জামায়াত: মণি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
<p></p>
<p>কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, বাংলাদেশকে জঙ্গি দেশ তৈরি করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে জামায়াত। তারপর এই দেশের মানুষ মেরে দশ বছর পরে একদিন বলবে থুক্কু (স্যরি)।</p>
<p>শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।</p>
<p>তিনি বলেন, ‘১৯৭১ সালে এই কয়টা লোক যদি বিপক্ষে না দাঁড়াইতো, তাহলে যেদিন আমরা ঘোষণা দিয়েছি সেদিন দেশ স্বাধীন হতো না? অর্থাৎ রাজাকার ওই কয়জন যদি বিপক্ষে না দাঁড়াইতো তাইলে দেশ স্বাধীন করতে কি আমাদের পরিশ্রম করা লাগতো? ৩০ লাখ মানুষের জীবন দিতে হতো? দুই লাখ মা-বোন ধর্ষিতা হয়েছে এবং তারা করেছে। কারা করেছে আপনারা বোঝেন, এই দাঁড়িপাল্লা।’</p>
<p>তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় তারা কখনো যায়নি। কিন্তু দেশের ক্ষতি করার জন্য তারা সবসময় কাজ করেছে। জামায়াত নেতা শফিকুর রহমান বলেছেন, থুক্কু সরি দুঃখিত। আপনার দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। ৩০ লাখ লোক ফেরত দেন আমাদের। ৩০ লাখ লোক মারার পরে আপনারা দুঃখ প্রকাশ করতেছেন। আজ দেশকে জঙ্গি দেশ তৈরি করে আফগানিস্তান বানানোর চেষ্টা করেন। তারপর এই দেশের মানুষ মারার পরে দশ বছর পরে একদিন বলবেন থুক্কু।’</p>
<p>সভায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে মণি বলেন, ‘জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যারা আপনার জন্মের বিরোধিতা করেছে, তারা এসে আপনাদের কাছে ভোট চায়। এই ভোট আপনারা দিতে পারেন? যারা এই দেশের বিরোধিতা করেছে, দেশই চায়নি, তারা এখন ভোট চায়। আপনারা বোঝার চেষ্টা করেন, তারা নানান কৌশল করে কতরকম কথা বলে বেহেশত দিয়ে দিবে। যারা কেয়ামতে মরার পরের বেহেশত পৃথিবীতে দিতে পারে, তাদের ক্ষমতার দরকার কি? দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমি খুন, ডাকাতি এবং রাহাজানি যা আছে সব করবো। আমি জানিই তো আমার বেহেশত নিশ্চিত। এ জন্য এই দেশের যত চোর খুনি গুণ্ডাপাণ্ডা বদমাশ সব লাইন দিছে তাদের সঙ্গে।’</p>
<p>সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে নূরুল ইসলাম মণি বলেন, ‘এই দেশে আমাদের হিন্দু ভাইরা আছে। তারা এই দেশের নাগরিক। তারেক রহমান বলেছেন, বাংলাদেশের নাগরিক সবাই। এই দেশে কোনো সংখ্যালঘু নেই। এই দেশের নাগরিক যারা তাদের জন্য দেশের সংবিধান যে অধিকার সংরক্ষণ করেছে সে অধিকার তারা ভোগ করবে। সেই ভোগে যদি কেউ বাঁধা দেয় তাকে আমি প্রতিহত করবো, এটা আমার দায়িত্ব। তারা জান-মাল এবং ধর্মের জন্য নিরাপত্তা চায়। এই তিনটি মাত্র দায়িত্ব ইনশাআল্লাহ তারেক রহমান যদি বেঁচে থাকেন এবং আমি যদি বেঁচে থাকি শতভাগ এগুলো নিশ্চিত করা হবে।’</p>
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

