ভারত থেকে এল ১২৫ মেট্রিক টন বিস্ফোরক, বিশেষ সতর্কতা জারি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দেশের একমাত্র পাথর খনির গুরুত্বপূর্ণ প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আটটি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্যের এ চালানটি আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অপরদিকে ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। পণ্য চালানটি নির্ধারিত এলসি ও কমার্শিয়াল ইনভয়েসের আওতায় বৈধভাবে আমদানি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, মধ্যপাড়া গ্রানাইট মাইন প্রকল্পে পাথর উত্তোলন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিস্ফোরক বহনকারী ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
তিনি জানান, পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ প্রতিনিধি। কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি পরিবহন ব্যবস্থায় দিনাজপুরে পাঠানো হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্যের খালাস ও পরিবহন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি জোরদার করা হয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

