Bd বাংলাদেশ

বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই: ডা. সুলতান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p></p>

<p>বিএনপিতে যত রাজাকার আছে, জামাতায়ে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এর শুরা সদস্য।</p>

<p>শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারের পাশে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘তারেক জিয়ার প্রথম বক্তৃতাই একান্ত ভুল।’</p>

<p>তিনি বলেন, ‘আপনাদের নেতা তারেক জিয়া, আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। প্রথম বক্তৃতাই সিলেট থেকে যেটা শুরু করেছেন, একান্ত ভুল। তারা বলেছে, জামায়াতে ইসলামী ৭১ সালে এই করেছে, সেই করেছে। তার এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই।’</p>

<p>ডা. সুলতান আহমদ বলেন, ‘জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্টাংডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব দুবার সেই মিটিংয়ে এটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন। আমার নাতীকে কোলে নিয়েছেন। আমি বলেছি, কিছু নাস্তা খান। সে কয় (বলে) যে, ডাক্তার সাহেব আমি বাহিরে খাই না। সেই বন্ধুত্ব আমাদের। কাজেই ভুল কইরেন না। আজকে আপনারা ভুল কথা বলতেছেন।’</p>

<p>বক্তব্যে ডা. সুলতান আহমদ আরও বলেন, ‘এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক। কারা বরগুনা জেলার সবথেকে বেশি পাকিস্তানপন্থী ছিল? পাথরঘাটার মানুষ রাগ কইরেন না। পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া (বৃদ্ধ) মানুষ যারা আছেন, জানেন। বেতাগী, বরগুনা, বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায় আমি যাব না।’</p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button