ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতাকর্মী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আটজন নেতাকর্মী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের দলীয়ভাবে বরণ করে নেওয়া হয়।
জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য ও পাল্টাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহসভাপতি আহম্মদ আলী। এ ছাড়া মো. নাসির উদ্দীনসহ আরও কয়েকজন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোট থেকে সরে আসায় আমরা রাজনৈতিকভাবে হতাশ হয়েছি। আদর্শিক ও কার্যকর রাজনীতির প্রত্যাশা থেকেই আমরা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মতিউর রহমান।
তিনি বলেন, “আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশার প্রতিফলন। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বীরগঞ্জ-কাহারোল এলাকাকে তরুণদের কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mtvbangla.com

