প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনি নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং রাজনৈতিক সহযোগিতার অংশ।
প্রথমে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মুহাম্মদ লিটন।
এরপর সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল।
বৈঠকে জোট নেতারা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের অবদান তুলে ধরেন। তারা জানান, একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারের অংশ হিসেবে বিএনপি আসন্ন নির্বাচনে কিছু নেতাকে মনোনয়ন দিয়েছে। যাদের মনোনয়ন হয়নি, তাদের মনোক্ষুণ্ণ হওয়ার দরকার নেই। তারা আশা প্রকাশ করেন, আগামী সরকার গঠনের সময় তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এর উত্তরে তারেক রহমান বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠিত হলে যোগ্যতা অনুযায়ী সকলকে যথাযথ মূল্যায়ন করা হবে।”
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyjanakantha.com

