Bd বাংলাদেশ

ইরানজুড়ে দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকারপন্থিদের পাল্টা বিক্ষোভ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইরানে পাল্টা বিক্ষোভ শুরু করেছেন সরকারপন্থিরা। বিদেশি মদদপুষ্ট দাঙ্গাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। কোনো কোনো প্রদেশে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিক্ষোভ শুরু হয়। তবে তেহরানসহ দেশের বেশিরভাগ প্রদেশে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। খবর প্রেস টিভির।

ইরানি মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। সেই বিক্ষোভ এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরান সরকার বলছে, বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে বিক্ষোভ সসিহংসতায় রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, সবশেষ অস্থিরতার জন্য দায়ীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনপুষ্ট।

ইরান সরকার জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ যৌক্তিক এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। মুদ্রার মান কমে যাওয়া ও অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছে তেহরান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button