Bd বাংলাদেশ

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে লেখা ‘ধানের শীষে ভোট দিন’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য এবং সচেতনতা সৃষ্টি করতে সরকার ব্যাপকভাবে ক্যাম্পেইন ও প্রচারণার উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষিতে নির্বাচন ও গণভোটের বিষয়ে নরসিংদীতে চালানো এক ইউনিয়ন পরিষদের ক্যাম্পেইনে টাঙানো ব্যানারে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার লেখা সংবলিত ছবি যুক্ত করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের কর্মসূচিতে নির্দিষ্ট একটি দলের প্রতীক ব্যবহারের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গণভোটের পক্ষে প্রচারণার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়। এতে দেখা যায়, ‘ধানের শীষে ভোট দিন’ লেখা সম্বলিত ব্যালটের ছবি ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।

এ বিষয়ে মেহেরপাড়া ইউনিয়নের বাসিন্দা রাসেল সরকার বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে এভাবে দলীয় প্রতীকের প্রচারণা করা আইনগতভাবে অপরাধ। এতে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।

নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওসমাস গনী ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে একটি দলের পক্ষে কাজ শুরু করে দিয়েছেন। প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের প্রচারণার পর এই প্রশাসকের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনথিয়া হোসেন বলেন,ব্যানারে ধানের শীষ প্রতীকের ছবিটি অনিচ্ছাকৃতভাবে চলে এসেছে। আমি গণভোটের পক্ষে ব্যানার করার নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ডিজাইন না দেখিয়েই সকালে ব্যানারটি টাঙিয়ে দেয়। বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসক (ডিসি) মহোদয় আমাকে ফোন করে ব্যানারটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। ইতোমধ্যে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button