দিল্লিতে বসে থাকা মোদীর বোনকে বাংলাদেশে ফেরত পাঠাতে বললেন ওয়াইসি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় তিনি এই বক্তব্য দেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। ওয়াইসি এই প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “তাহলে দিল্লিতে বসা মোদির একটি ‘বোনকেও’ বাংলাদেশে পাঠানো হোক।” তাঁর এই মন্তব্যে সমাবেশে উপস্থিতরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখান।
ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দিতে আহ্বান জানিয়ে বলেন, “যদি তারা চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তবে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলুন।” জবাবে জনতা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এরপর সরাসরি মোদিকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, “এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, বাংলাদেশে পৌঁছে দিন।”
এর আগে ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।
জবাবে ওয়াইসি বলেন, মোদির দাবি অনুযায়ী যদি বাংলাদেশিদের প্রশ্ন ওঠে, তাহলে দিল্লিতে থাকা বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’-কেও পাঠানো হোক। তিনি বলেন, “সীমাঞ্চল এলাকায় তাকে নিয়ে আসুন—আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।” ওয়াইসির এই মন্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করা হয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net

