৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা করলো শিপিং করপোরেশন, নিট লাভ ৩০৬ কোটি টাকা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩০৬ কোটি টাকা মুনাফা করেছে। গত ৫৪ বছরের মধ্যে এটি সংস্থাটির সর্বোচ্চ মুনাফা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মুনাফা ছিল প্রায় ২৫০ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা।
সোমবার দুপুরে চট্টগ্রাম বোটক্লাবে বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বিএসসির চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
কমোডর মাহমুদুল মালেক বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এজিএমে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ৫৯১ কোটি টাকা। অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭ কোটি টাকার বেশি। এতে মোট আয় দাঁড়ায় প্রায় ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা। একই সময়ে পরিচালন ব্যয় ছিল প্রায় ২৯০ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ কোটি ৪৫ লাখ টাকা। সভায় আরও জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬ কোটি ১৮ লাখ টাকা এবং মোট ব্যয় ছিল ৩১১ কোটি ৫৯ লাখ টাকা। ওই অর্থবছরে কর–পরবর্তী মুনাফা ছিল প্রায় ২৫০ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছর শেষে সংস্থাটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৩ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১ হাজার ৯৮৪ কোটি টাকা।
ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি জানান, বিএসসি প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম জাহাজ 'এমভি বাংলার প্রগতি' ইতোমধ্যে বাণিজ্যিক কাজে নিয়োজিত হয়েছে। অপর জাহাজ 'এমভি বাংলার নবযাত্রা' আগামী জানুয়ারিতে বিএসসির বহরে যুক্ত হবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

