শিবিরকে নিয়ে নিউজ করায় আরটিভির দুই সাংবাদিককে বরখাস্তের অভিযোগ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আরটিভি কর্তৃপক্ষ সম্প্রতি দুই সাংবাদিককে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, যা দেশের গণমাধ্যম স্বাধীনতার জন্য বড় একটি ধাপ পেছনের দিকে। বিশ্লেষকরা মনে করছেন, এটি নতুন ধরনের নব্য ফ্যাসিবাদী আচরণের প্রমাণ, যা ক্ষমতার বাইরে থেকেও সাংবাদিকদের ওপর নির্যাতন চালানোর ইতিহাস পুনরায় দেখাচ্ছে।
মিডিয়ার অভ্যন্তরীণ সূত্র জানায়, ৫ আগস্টের পর দখলকৃত মিডিয়াগুলোতে এমন ‘ঠুনকো অজুহাত’ দেখিয়ে সাংবাদিকদের বরখাস্ত করা হচ্ছে। এটি স্পষ্টভাবে দেখায় যে, স্বাধীন সাংবাদিকতার কোনো মান নেই, এবং সরকারের প্রতি অনুগত না হওয়াকে শাস্তি দেওয়া হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও সাংবাদিকদের ওপর দমন চালিয়েছে, মিথ্যা মামলা, অপমান ও হেনস্থা করেছে। কিন্তু আজকের নব্য ফ্যাসিবাদ এই দেশে আরও সংক্রমিত হচ্ছে, যা শুধু মিডিয়া নয়, দেশের গণতন্ত্রের জন্যও হুমকি।
বরখাস্ত এক সাংবাদিকের দাবি, তিনি তাদের নিজেদের গ্রুপে পাঠানো তথ্যের ভিত্তিতে শিবিরকে নিয়ে একটি নিউজ করেন। যার ফলশ্রুতি তাকে চাকরিচ্যুত করা হয়।
উল্লেখ্য যে ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিএনপি নেতা ওয়াহিজ্জামান আরটিভির একজন পরিচালক পদধারী হন। তিনি বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: azadirdak.com