‘জামায়াত আমির এবং পীর সাহেব চরমোনাই যেকোনো সংকট আলোচনার মাধ্যমেই সমাধান করবেন’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
আজ সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার ফেসবুক একাউন্টে যে বিষয়গুলো আলোচিত। তার উত্তর- ঐক্য এখনও ভাঙ্গে নাই। ৮ দল, ১১ দলে রূপান্তর হয়েছে; ঐক্যের অভিভাবক এবং নেতা, আমীরে জামায়াত এবং পীর সাহেব চরমোনাই যেকোনো সংকট, আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ; চুড়ান্ত ৩০০ আসনের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
এছাড়া প্রার্থিতা যাচাই-বাছাইকে কেন্দ্র করে কিছু আসনে প্রশাসনের একচোখা নীতি পরিলক্ষিত হয়েছে। যা মোটেও লেভেল প্লেইং ফিল্ড-এর বার্তা দিচ্ছে না এবং পঞ্চগড়ের দুটি আসনে আমার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আগামীকাল ০৬ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আমাকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ঘৃণা করেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। জাযাকাল্লাহ খাইরান।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

