
ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় অপস সাপু নামের বিশেষ অভিযানে একদিনে বাংলাদেশিসহ অন্তত ২৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ জানায়, বুধবার (১ জানুয়ারি) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানে একটি শপিং কমপ্লেক্সে ৮০ জন, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইডে অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন এবং পাহাং রাজ্যের কোয়ানতান শহরে অভিযান চালিয়ে ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে, ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ এবং ভারতের নাগরিক রয়েছেন।
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, আবাসন এলাকায় বিদেশিদের আগমন নিয়ে উদ্বিগ্ন জনগণের অভিযোগের পর তিন মাস গোয়েন্দা তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।
আটককৃত ৮০ জন অবৈধ অভিবাসীর সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। যাদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার নাগরিক রয়েছে। তবে কতজন বাংলাদেশি রয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।
তিনি বলেছেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন, যার মধ্যে বৈধ পাস বা পারমিট না থাকা এবং অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় থাকায় তাদের আটক করা হয়। আটকদের স্ক্রীনিং এবং ডকুমেন্টেশনের উদ্দেশ্যে এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে একই দিনে, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইডে অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস । তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
Source: প্রবাস বার্তা