প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট:
প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ (মাত্র ১২ দিনের ব্যবধানে) পালিত হয়ে আসছে। তবে এবছর দুটি দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকার। দিবস দুটি একসঙ্গে পালন করলে শ্রমঘণ্টা সাশ্রয়সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন সম্ভব হবে বলে জানানো হয়।

এ দিনটি উপলক্ষ্যে দেশ গঠনে অভিবাসীদের অবদান এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সী মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি’র প্রধান কার্যালয়ে ৭ ডিসেম্বর শনিবার বিশেষ সেমিনারের আয়োজন করে এশিয়ার বাঙালি কমিউনিটির একমাত্র মুখপত্র ভয়েস এশিয়ান ডট নিউজ। প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে সেমিনারটি হয়ে উঠে প্রাণবন্ত। এই আয়োজন সম্পর্কে বলতে যেয়ে ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর এন্ড সিইও এবং বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্ল্যানার সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের দেশের সরকার নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। শ্রমিক বঞ্চনা বন্ধ এবং তাদের অধিকার নিশ্চিতে  আমাদের দেশের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন আজকে সুদূর মালয়েশিয়ায় আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমাদের টিম গর্বিত। কারণ আমি মনে করি মালয়েশিয়ায় আপনি আমাদের দেশের প্রতিনিধি আপনারা আমাদের একেকজন অ্যাম্বাসেডর। আপনাদের দিয়েই মালয়েশিয়া সরকার আমাদের দেশকে বিবেচনা করবে। তাই আসুন যে যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মালয়েশিয়া ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখি এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করি। ভয়েস এশিয়ান আপনাদের পাশে থাকবে সব সময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সী মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি’র ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। তিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে বিশেষ একটি দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে তোমাদের উপস্থিতি প্রমাণ করে তোমরা দেশকে কতটা ভালোবাসো। তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যখন কাজ করবে দেশের সম্মানের কথা মাথায় রেখে কাজ করবে এবং কষ্টে ঘামে অর্জিত অর্থ বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাবে। মনে রাখবা দেশ ভাল থাকলে তোমার পরিবার ভাল থাকবে তুমি নিজেও ভাল থাকবে। তিনি আরো বলেন, ভয়েস এশিয়ানের এই উদ্যোগের সাথে আমার প্রতিষ্ঠান যুক্ত হতে পেরে গর্বিত আমার কোম্পানি। ভবিষ্যতে ভয়েস এশিয়ানের যেকোনো উদ্যোগের সাথে যুক্ত থাকবে আমার কোম্পানি।

সিআইপি মো. অহিদুর রহমান আরো বলেন ‘’মানুষের সেবাই আমার জীবনের ব্রত। কোনো প্রতিদান ছাড়াই দেশের ও মানুষের সেবা করে যেতে চাই আজীবন।‘’ অনুষ্ঠানে সিআইপি মো. অহিদুর রহমানের হাতে এই দিবস উপলক্ষ্যে সম্মাননা স্মারক তুলে দেন ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর এন্ড সিইও ইঞ্জিঃ মোশাররফ জুয়েল এবং নিউজ এডিটর মোঃ সাজেদুল হক ডিউক।

সেমিনার শেষে মোঃ আনিসুর রহমান, মোঃ রহমত উল্লাহ এবং মোঃ কিরণ মজুমদার নামের প্রবাসী বাংলাদেশি কর্মীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। মালয়েশিয়ায় যারা তাদের পরিশ্রম, মেধা ও সততা দিয়ে নিজেকে পৌঁছে দিয়েছেন সফলতার শীর্ষে এবং যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির সফলতায়ও ভূমিকা রাখছেন।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button