মতামত

আর কত খেলবেন দাদা! সেই ৪৭ থেকে একতরফাই তো খেলে যাচ্ছেন

আর কত খেলবেন, দাদা!!!

আপনাদের সবগুলা বাঁধের গেটই তো মনে হয় একসঙ্গে খুলে দিয়েছেন। পরিকল্পিতভাবে, রাতের আঁধারে এবং আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সামান্যতম সুযোগটিও না দিয়ে। ভেবেছেন অশিক্ষিত, মূর্খ বাঙ্গাল, ডুবে ম*রলেই বা কী! ম*রুক!

আবার শুকনো মৌসুমে সেসবগুলো গেটের খিলই শক্ত করে আটকে দিতে ভুলবেন না কিন্তু। কিউসেক মেপে কিছু মহার্ঘ্য জল খয়রাত করে নিজের দাক্ষিণ্যের প্রমাণ দিতে হবে না! বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে কথা!!!

আর কত খেলবেন দাদা!

সেই ৪৭ থেকে একতরফাই তো খেলে যাচ্ছেন। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশমুখী প্রায় সকল নদীতে অবৈধ বাঁধ নির্মাণের কাজ তো শেষ!

এদিকে চুপিসারে গুছিয়ে এনেছেন পুরো বাংলাদেশকে নিশ্চিত বসবাস-অনুপযোগী, লবণাক্ততা ও মরুকরণের ঝুঁকি তৈরি করা ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চাভিলাষী মহা-সর্বনাশা আন্তঃনদী সংযোগ প্রকল্প।

ইচ্ছেমতো ডুবিয়ে-শুকিয়ে, বন্যায়-খরায়, ক্ষুধায়-পিপাসায় মারার সকল আয়োজনই যখন চূড়ান্ত, এবার তবে মুদ্রার উল্টো পিঠটিও দেখার জন্য তৈরি হয়ে যান, ‘পিও’ দাদা। এই বাংলাদেশ অন্যায় দেখেও চাপচাপ হজম করার, নীরবে সহ্য করে যাওয়ার বাংলাদেশ নয়! বুইঝেন কিন্তু!!!

#বন্যার্তদের_সাহায্যে_সবাই_এগিয়ে_আসুন

Shamim Anwar
স্কোয়াড কমান্ডার, বান্দরবান র‍্যাব ক্যাম্প
বান্দরবান।

Back to top button