প্রবাসীদের স্ত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্যকারী সেই তৌফিককে উৎসাহ দিলেন তারেক রহমান

এই ছাপ্রিকে দিয়ে প্রথম প্রচারণা করানো হইসে গণভোটে হ্যা দিলে বিসমিল্লাহ থাকবে না। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকবে। অথচ বিএনপি দলীয় ভাবে বলসে তারা “হ্যা”র পক্ষে। স্পস্ট মোনাফেকি। এই ইস্যু বাদ দিলাম। কিন্তু এই ছেলে পরে একটা জঘন্য মন্তব্য করে বসে-
এই ছেলে বলছে দাড়িপাল্লায় ভোট দিলে প্রবাসীরা তাদের স্ত্রীকে জামাতের আমীরের কাছে ইজারা দিবে!!!
এই মন্তব্যে পর অনেক সমালোচনা হয়। কিন্তু এই *** ক্ষমা চায়নি বা ভিডিও ডিলেট করেনি। প্রচুর মানুষ আমাকে ওই ভিডিও পাঠাইসিলো। একজন প্রবাসী হিসেবে এসব মন্তব্য শুনে আমাদেরও রক্তক্ষরণ হয়। বাট আমি সম্পুর্ণ ইগনর করছি তখন। আমরা মনে করতাম এরা আসলে বিএনপির কেউ না, এসব কীটদের নিয়ে কথা বলে পরিচিতি বাড়ানোর দরকার নেই।
কিন্তু আজকে ক্লিয়ার হইলো- বিএনপি আসলে এরাই চালায়। নাইলে এসব ভিডিও দেখার পর এই ছেলেকে এই জায়গায় বসানোর কথা না।
মানুষের ভুল/দোষ হয়, স্বাভাবিক। কিন্তু “রেড লাইন” বলতে একটা কথা আছে। এরা হচ্ছে রেড লাইন ক্রস করা ***।
লীগের উপর মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিলো নিঝুম মজুমদার, ওমি পিয়ালরা। এরা হচ্ছে সেইম ক্যারেক্টর।
ব্যাপার নাহ! লীগ যেদিকে গেছে, এরাও একই পথে যাবে।
“নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না”
তারেক আহমেদ

