ভোল পাল্টানোর চেষ্টায় ‘জঙ্গি নাটকের কারিগর’ আওয়ামী দোসর মনিরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ সরব হয়েছেন পলাতক সাবেক ডিবি প্রধান এবং এসবি প্রধান কুখ্যাত আওয়ামী দোসর মনিরুল ইসলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা খুনি হাসিনার এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তা শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি নিজেকে ‘বদলে ফেলার’ অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে তার এই ভোল পাল্টানোর চেষ্টাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া ওই পোস্টে ফ্যাসিস্ট মনিরুল ইসলাম জানান, ৫ আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন এক বিদেশি বন্ধুর সাথে তার নিয়মিত কথা হতো।
নিজের টুপি পরা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “পাঁচ আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল বন্ধ করে দেওয়ার পূর্ব পর্যন্ত প্রতিদিনই আমার এক বিদেশী বন্ধু ফোন করতেন। তিনি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন ছিলেন। প্রতিদিনই আমাকে মানসিক শক্তি যোগানোর জন্য কতগুলো পরামর্শ দিতেন। তার মধ্যে একটি ছিল ‘সেই-ই বুদ্ধিমান যে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলে।’ আমিও তাই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি!!!”
মনিরুল ইসলামের ‘নিজেকে বদলে ফেলা’র স্ট্যাটাসকে অনেকেই হঠকারিতা ও বাঁচার চেষ্টা হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে জীবন ধ্বংস করা এবং গুম-খুনের পরিকল্পনাকারীর বিচার হওয়া প্রয়োজন। বদলে যাওয়ার নামে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই দাপুটে কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হলেও সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের কাছে তিনি ‘জঙ্গি নাটকের কারিগর’ হিসেবেই সমধিক পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা অত্যন্ত ভারী।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

