Bd বাংলাদেশ

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম -৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন(ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানিতে যুক্তিতর্ক শেষে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে।

শুনানি শেষে একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button