Bd বাংলাদেশ

তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘পলাতক’ আ.লীগ নেতা, ফিরছেন বিএনপিতে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা সৈয়দ একে একরামুজ্জামান (সুখন) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

একরামুজ্জামানের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। পুলিশের খাতায় ‘পলাতক’ থাকা এই ব্যক্তির মনোনয়ন বৈধ হওয়ায় নাসিরনগর বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানায়।

জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসাবে ‘কলার ছড়ি’ প্রতীক নিয়ে প্রথমবার সংসদ-সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টার পদ লাভ করেন। দলের সিদ্ধান্ত অমান্য করে ওই নির্বাচনে অংশ নেওয়ায় ২০২৩ সালের ২৮ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এখনো পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। এবার এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হান্নান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button