আন্দোলনকারীদের মোবাইলে দেওয়া হচ্ছে সতর্কতা: সহিংস রাতের পর ইরানে আবারও শুরু বিক্ষোভ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ইরানে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংস আন্দোলন হয়েছে। এরপর শুক্রবার রাতে আবারও বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করতে থাকেন এবং অনেকে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। এমন সময় তাদের মোবাইলে খুদেবার্তা পাঠানো শুরু করেছে ইরান সরকার। তাদের বিক্ষোভ থেকে দূরে থাকতে সতর্কতা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের ইসলামিক বিপ্লবী গার্ড এবং পুলিশ খুদেবার্তা পাঠাচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) চলমান আন্দোলনে ১৩তম রাতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানের রাস্তায় অনেককে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। তাদের কাছে নতুন বিক্ষোভের ভিডিও আসা শুরু হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকায় শুক্রবার রাতে ভিডিও কম আসছে বলেও উল্লেখ করেছে তারা।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে তিনি একাধিক মানুষকে দেখেছেন যাদের মাথায় গুলি করা হয়েছে। অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার তারা আহত হয়েছেন।
বার্তাবাজার/এমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

