Bd বাংলাদেশ

‘ভারত একজনকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’: বিসিবি সভাপতি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার নিয়ে আমরা লড়াই করে যাব।

তিনি বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম। খেলোয়াড়দের দেখার স্কোপ আমাদের আছে। কিন্তু খেলোয়াড়দের বাইরে যে একটি বড় জনগোষ্ঠী আছে—আমাদের সাংবাদিক, ক্রিকেট স্পনসররা আছেন, ক্রিকেট ভক্তরা আছেন—তারা খেলা দেখতে যাবেন। এ জন্য আমরা সরকারের পরামর্শ নিচ্ছি। কারণ, বিদেশ ভ্রমণে যাওয়ার সময় আমাদের সরকারের অর্ডার লাগে। সেই বিষয়ে আমরা জানতে এসেছিলাম।’

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি যাবে না, সেই বিষয়ে আজ (বুধবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আদায়ে আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি। আশা করছি, আইসিসির কাছে আমরা আমাদের যুক্তি বুঝাতে পারবো। ভারত একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট টিম ও সংশ্লিষ্টদের কীভাবে তারা নিরাপত্তা দেবেন—সেই প্রশ্ন রয়ে গেছে।’

বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে না চায়, তাহলে যদি এই বিশ্বকাপটিতেই ছাড় দিতে হয়, তাহলে কী করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘বিসিবি সেটাও বিবেচনা করবে। যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, তখন পাকিস্তানে যায়নি ভারত, গত কয়েকটি বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যায়নি। আমরাও আশা করছি, একটি সঠিক জবাব পাবো।’

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button