তারেক রহমানের প্রটোকল নিয়ে জামায়াতের আপত্তি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের প্রটোকলের প্রেক্ষিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।
এসময় ডা. তাহের বলেন, নিরাপত্তার দিক থেকে কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আবার কারো ক্ষেত্রে ভ্রূক্ষেপই নেই। নির্বাচনের সময়ও যদি এমন প্রটেকশন দেওয়া হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ব্যহত করবে। তিনি আরও বলেন, দ্বৈত নাগরিক হওয়ার জন্য দলভেদে প্রার্থীদের সুযোগ সুবিধা প্রদান করেছে রিটার্নিং অফিসাররা।
বিগত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালে কিছুটা সুষ্ঠু ও ২০০১ সালে কিছুটা গ্রহনযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

