Bd বাংলাদেশ

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে আলোচনা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের কাছে জেএফ – ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী । ইসলামাবাদ বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি অস্ত্র সরবরাহের আরো বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি পাকিস্তানে তৈরি করা হয়। মিয়ানমার, আজারবাইজান বা নাইজেরিয়ার মতো দেশ ইতোমধ্যে পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।

পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই যুদ্ধবিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সাথে তারা এখনো কোনো চুক্তিতে পৌঁছাননি, তবে ‘তারা কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

এই আলোচনা এমন এক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সাথে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী তার সাফল্য প্রদর্শন করেছি।ওই সংঘাত ছিল প্রায় তিন দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button