এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমকে শোকজ নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় থাকা অবস্থায় শামীমকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলা বিএনপি নেতা মিষ্টার গাজী ও পৌরসভার সাবেক কমিশনার সুজন মেম্বার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতসহ স্থানীয়রা জেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

