Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশ, নেই ভারত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন, নেপালসহ শতাধিক দেশের অভিবাসী। তবে তালিকায় নেই ভারত।

তালিকায় অভিবাসীদের কল্যাণ ভাতা ও সহায়তা পাওয়ার হার তুলে ধরা হয়েছে। এতে বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে, যারা সহায়তা পান। ভারত এ তালিকায় নেই।

স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বহু দেশের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় পাকিস্তান, ভুটান, চীন, বাংলাদেশ ও নেপালের মতো দেশের নাম রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে, এসব দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে কত শতাংশ কল্যাণভাতা ও সহায়তা পান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button