যৌন সেবার বিনিময়ে টাকা দিতে অস্বীকার করায় ভারতীয়কে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
থাইল্যান্ডের পাতায়ায় যৌন সেবার বিনিময়ে টাকা দিতে অস্বীকার করায় এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ব পিটিয়েছে একদল ট্রান্সজেন্ডার নারী। গত ২৭ ডিসেম্বর ভোরে এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী রাজ জাসুজা নামে এক ভারতীয় নাগরিকের কাছে তিনজন ট্রান্সজেন্ডার নারী টাকা দাবি করছেন। তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে।
অভিযোগ ওঠে যে, টাকা পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন তিনি। এ সময় কিছু পথচারীর সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে বের করা হয়। এরপর উদ্ধারকারীরা আসার আগ পর্যন্ত তাকে লাথি ও মারধর করা হয়।
এদিকে থাইগারের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা রাজ জাসুজাকে মুখ এবং মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত অবস্থায় পান। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে স্থানান্তর করা হয়।
১৯ বছর বয়সী এক থাই প্রত্যক্ষদর্শী উদ্ধারকারীদের জানান, তিনি রাজ জাসুজাকে জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশপথে একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেন। প্রত্যক্ষদর্শীর মতে, এই বিরোধ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং একে অপরকে ধাওয়া ও মারধর শুরু করেন।
পরবর্তীতে আরও অনেকে এতে যোগ দিলে এটি একটি দলবদ্ধ হামলায় পরিণত হয়। প্রত্যক্ষদর্শী আরও দাবি করেন, যৌন সেবার বিনিময়ে আগে থেকে নির্ধারিত পুরো টাকা পরিশোধ না করায় এই ঝামেলার সূত্রপাত। এর আগেও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পাতায়ায় ভারতীয়দের সাথে এই ধরনের বিরোধের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী একজন ভারতীয় ব্যক্তিকে আক্রমণ করেন। গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে ৩ জন থাই ট্রান্সজেন্ডার নারী দুইজন ভারতীয় নাগরিককে আক্রমণ করে প্রায় ২৪,০০০ বাত (প্রায় ৬৯,০০০ টাকা) মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
থাই পুলিশ জানিয়েছে, রাজ জাসুজা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর থাই আইন অনুযায়ী বিস্তারিত তদন্ত শুরু হবে।
বার্তাবাজার/এমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

