একযোগে পদত্যাগের পর আওয়ামী লীগের ৫ নেতা যোগ দিলেন বিএনপিতে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পাঁচজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
তারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অবমূল্যায়ন ও রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়া, নেতাকর্মীদের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

