মালয়েশিয়া

কুয়ালালামপুরে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রবাসকণ্ঠ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক দাতারান মারদেকা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রবাসে থেকেও সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মিলিত উপস্থিতি ও অংশগ্রহণ এই আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার মোঃ আসাদুজ্জামান এবং মালয়েশিয়া শাখার কান্ট্রি এম্বাসেডর মাহফুজুর রহমান। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ ইসলাম, হামিদুর রহমান, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, আকিদুল ইসলাম, আমানুল্লাহ আমান, হারুনার রশিদ, আবুল মাজন রনি এবং আবু আব্দুল্লাহ।

​আয়োজনে বক্তারা বলেন, ‘নিজের বলার মতো একটা গল্প’ শুধু একটি ফাউন্ডেশন নয়, এটি আত্মউন্নয়ন, নেতৃত্ব এবং ইতিবাচক চিন্তা গড়ে তোলার একটি চলমান আন্দোলন। গত আট বছরে এই প্ল্যাটফর্মটি দেশ ও বিদেশের অসংখ্য তরুণ ও প্রবাসীকে নিজ নিজ জীবনের সফলতার গল্প গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Back to top button