Bd বাংলাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে ওসমান হাদিকে নিয়ে চিরকুট!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

 

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে নগদ ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। তিন মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।

টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি এবার দানবাক্সে পাওয়া একটি বিশেষ চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যাতে লেখা ছিল,  ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

জেলা প্রশাসক আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের আস্থার জায়গা। এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে যা গণনার কাজে ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। তিনি আরও জানান, এই দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button