Bd বাংলাদেশ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ


০৭ জানুয়ারি ২০২৬, ১২:০৩ AM


ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাতের সময়ে


ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাতের সময়ে © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক স্থিতিশীলতা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন উপাচার্য।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন-পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জামায়াতে ইসলামীর আমিরকে অবহিত করেন।

এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য তিনি জামায়াতের আমিরের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফলাফল প্রকাশ, কার ভোট কত?

  • ০৭ জানুয়ারি ২০২৬


কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে সভায় বসছেন উপাচার্যরা

  • ০৭ জানুয়ারি ২০২৬


ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত …

  • ০৭ জানুয়ারি ২০২৬


উচ্চতর ও বিএড স্কেল পাচ্ছেন ১৬৪৩ শিক্ষক-কর্মচারী

  • ০৭ জানুয়ারি ২০২৬


চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির

  • ০৭ জানুয়ারি ২০২৬


ভেনেজুয়েলার জ্বালানি তেল লুফে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র, প্রস…

  • ০৭ জানুয়ারি ২০২৬

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button