শিবিরের উদ্যোগে ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শিবিরের উদ্যোগে ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিশেষ উদ্যোগ © টিডিসি ফটো
ময়মনসিংহের খান ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিতে যেকোনো ধরনের রোগের পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৪ জানুয়ারি) সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ‘ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব সংগঠন। ছাত্রদের কল্যাণেই আমরা কাজ করি। আমাদের ক্যাম্পাস শহর থেকে কিছুটা দূরে হওয়ায় জরুরি মুহূর্তে ময়মনসিংহ শহরে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা পাওয়া যায় না। এসব বিষয় বিবেচনায় রেখেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খান ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং ময়মনসিংহ মহানগরের বর্তমান সেক্রেটারি সাদ কবির উপস্থিত ছিলেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com










