Bd বাংলাদেশ

যে কারণে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করলেন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এই পদত্যাগপত্রটি জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ওই রাতেই তাঁকে কার্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে পদত্যাগপত্রটি অফিসে জমা পড়েছে। সেখানে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই আসাদুজ্জামানের এই পদত্যাগ। এর আগে গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি ভোট করার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, "আমি ভোট করব। ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন চেয়েছি। সময় এলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আমি নির্বাচনী লড়াইয়ে নামব।" সম্প্রতি তিনি বিএনপি থেকে নির্বাচনের সবুজ সংকেতও পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। নিয়োগের আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদক: মাহবুব রনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button