জনগণের কষ্ট লাঘব করার জন্যই দেশে আসছেন তারেক রহমান: মির্জা আব্বাস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত লোক হবে সেটা ধারণা করা যাচ্ছে না। ধারণার বাইরে লোক হবে।
তারেক রহমানে নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, পৃথিবীর সব বড় বড় নেতাদেরই নিরাপত্তা ঝুঁকি বরবারই থাকে, এটি অস্বাভাবিক কিছু না। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করছি, সরকারের সহায়তা চাওয়া হয়েছে, ওনারা যতটুকু পারবেন করবেন।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি।
অবশেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে পূর্বাচলের ৩০০ ফিটে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে সারাদেশ থেকে অনেক নেতাকর্মী সমবেত হয়েছেন।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

